টুডে ব্লগ পাঠক সমীপে : মতামত দান প্রাপ্তভবয়ষ্কদের স্বীকৃত অধিকার

লিখেছেন লিখেছেন একপশলা বৃষ্টি ১৪ আগস্ট, ২০১৪, ০৬:১৫:৫৫ সন্ধ্যা

সৃজনশীলতা আর বিষয়-বৈচিত্র্যতার এক সমৃদ্ধ ভাণ্ডার 'টুডে ব্লগ'। এখানে নানা ঘারানার লেখক-উপস্থিতি আর বিষয় বৈচিত্রতায় প্রতিটি মুহূর্তেই নতুনত্ব সন্নিবেশিত হচ্ছে। কখনও কখনও কিছু লেখা 'কপি পেস্ট' জাতীয় দৃষ্টিগোচর হলেও সৃজনশীলতার তুলনায় এগুলো অপ্রতুলই বলা যায়। এখানে লেখকের উপস্থিতি যেমন সরব, পাঠকের প্রাণ চাঞ্চল্যও অসাধারণ। যথেষ্ট পরিমাণে লেখা পাঠ যার সাক্ষ্য বহন করে।

এতকিছুর পরও লেখক আর পাঠকের আত্মার সেতুবন্ধন এখানে যথেষ্ট সমৃদ্ধশালী বলে অনেকেই মনে করেন না। পাঠকের তুলনায় মতামত প্রদানের দৈন্যতা এই ভাবনার যুক্তিযুক্ততা প্রমাণ করে।

লেখক ও পাঠকের আত্মার সেতুবন্ধন দৃঢ় করতে যুক্তিপূর্ণ মতামতের মাধ্যমে সবার সরব উপস্থিতির দাবি রাখে। এদিকটিতে সবার দৃষ্টি আকর্ষণ করছি।

(বি. দ্র. এ লেখায় নাবালক পাঠক কতজন?

উত্তর. মোট পাঠক- মন্তব্যকারী=অবশিষ্টাংশ!!!)

বিষয়: বিবিধ

৯৬০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254265
১৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
দুষ্টু পোলা লিখেছেন : নাবালক পাঠক Time Out Time Out Thinking? Thinking?
254271
১৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
কাজি সাকিব লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
254281
১৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
আহ জীবন লিখেছেন : আপনে বুঝি হ্যাঁবালক? Tongue Tongue Tongue Tongue Tongue Tongue
254354
১৪ আগস্ট ২০১৪ রাত ১১:২৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
২ মাস ১৮ দিনে মন্তব্য ২৮টি!!!!
আপনার লেখা কথার সাথে আপনি একমত কিনা সন্দেহ হচ্ছে। জবাব দিন।
254364
১৪ আগস্ট ২০১৪ রাত ১১:৫৮
আফরা লিখেছেন : আমি নিজে কতটুকু করছি আগে সেটা দেখা উচিত ভাইয়া ।
254366
১৫ আগস্ট ২০১৪ রাত ১২:০৩
একপশলা বৃষ্টি লিখেছেন : পরীক্ষার হল! কথা নয় কাজেই হবে জয়!
254402
১৫ আগস্ট ২০১৪ রাত ০৩:৩৪
একপশলা বৃষ্টি লিখেছেন : সরি! আমার আইডি মাত্র আঠার দিনের (প্রথম লেখার তারিখ দেখুন)। তাছাড়া ঢাকা ছেড়ে পাড়াগায়ে টুজি নেটওয়ার্কের আওতায় মোবাইল নির্ভর হয়ে আছি। কিছুদিনের মাঝেই সরব উপস্থিতি জানান দেবার চেষ্টা করব ইনশাল্লাহ
254413
১৫ আগস্ট ২০১৪ রাত ০৪:২৮
কাহাফ লিখেছেন : পিলাচ........।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File